‘কারার ঐ লৌহকপাট’ গান নিয়ে বিতর্ক

 

‘কারার ঐ লৌহকপাট’ গান নিয়ে বিতর্ক



বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তৈরী করা পিপ্পা নামের একটা বলিউড মুভি।
যে মুভিটা গত ১০ নভেম্বর মুক্তি পেয়েছে, ওটিটি ফ্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে। এই সিনেমার জন্যই বিখ্যাত সংগীত  কম্পোজার - এ আর রহমান রিমেক করেছেন, আমাদের জাতীয় কবি  কাজী নজরুল ইসলামের কালজয়ী এই গানটি।
এ আর রহমান  এগানের পুরো সুর চেঞ্জ করে,  নিজের মতো কম্পোজ করে,  তার ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন।
এ কাজটা করার পরে বেশ তোপের মুখে পড়তে হচ্ছে এ আর রহমান কে,
বিশেষ  করে বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের সংস্কৃতিমনা বাঙ্গালীরা ক্ষোভে ফুঁসছে, এ আর রহমানের একান্ডে।
গোটা ভারত সহ বাংলাদেশেও  প্রচুর ভক্ত রয়েছের অস্কার বিজয়ী এ মিউজিক কম্পোজারের।
কিন্তু কারার  ঐ লৌহকপাট গানটির কাটচিট করে সুর করাতে তার ভক্তরাও তার সমালোচনা করেন। 
১৯২১ সালে ইংরেজদের বিরুদ্ধে ভাঙ্গার নামে,  কারার ঐ লৌহকপাট গানটি রচনা ও সুর করেন, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 
পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের সংগীত শিল্পী ও সংগীত বিশেষজ্ঞরা  সবাই বলছেন, নজরুলের এগানের সুর ছিলো রক্ত গরম করার মত।
বৃটিশ বিরোধী আন্দোলন, ও  পরবর্তীতে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের মনে প্রচুর সাহস যুগিয়েছে কারার ঐ লৌহকপাট গানটি।


 কিন্তু এ আর রহমান গানের সুর পাল্টিয়ে এমন রিমেক করছেন, যাতে মনে হয় ইনডিয়ান রোমান্টিক কোন গানের প্রোকশন চলছে। অনেকে আবার বলেছেন আগুন নিয়ে খেলেছেন এ আর রহমান। 
দীর্ঘ ক্যারিয়ারে তার কোন কাজ নিয়ে এভাবে সমালোচনার মুখোমুখি হতে হয়নি। বরং প্রশংসা কুড়িয়েছেন সবার।
সোস্যাল মিডিয়াতে তার অনেক ভক্তরাই বলেছেন, তাদের মনটাই ভেঙ্গে দিয়েছে এ আর রহমান। 
এত্তো বড় মিউজিক কম্পোজারের কাছ থেকে এটা নাকি আশাই করা যায় না।
এখন কি ভেবে,  কেন এ আর রহমান এমন একটা কাজ করলেন, তা তিনিই ভালো বলতে পারবেন।
যাই হোক এ আর রহমানের করা এ রিমেক আপনারদের কাছে কেমন লাগলো?

Post a Comment

0 Comments