ট্রেন আসার ঠিক পুর্ব মুহূর্তে রেললাইনে কোন গাড়ি উঠলো। চাকা আটকে যায় কেন। বিজ্ঞান কি বলে!

 ট্রেন আসার ঠিক পূর্ব মুহূর্তে গাড়ি যখন রেল লাইনে উঠে, তখনই চাকা অচল হয়ে গাড়ি দাঁড়িয়ে যায় কেন?



অথচ দূরত্ব মাত্র সাড়ে তিন থেকে চার হাত জায়গা। এখানে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রয়োজন আছে!


বিজ্ঞানের ব্যাখ্যা দিয়েছেন পদার্থ বিজ্ঞানের অধ্যাপক বলরাম ভৌমিক। তিনি বললেন, যখন ট্রেন লেভেল ক্রসিং এর প্রায় কাছাকাছি চলে আসে অর্থাৎ সীমার মধ্যে এসে যায়, তখন লাইনের মধ্যে চাকার ঘর্ষণের ফলে ইলেকট্রো ম্যাগনেটিক পাওয়ার বা তড়িৎ চুম্বকীয় শক্তির কারণে পুরো রেল লাইন আবিষ্ট হয়ে যায়। যার ফলে সে সময়ে লাইনে অন্য কোন গাড়ি উঠলে সাথে সাথে তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

এ কারণে কম সময়ে গাড়িটি রেল লাইন থেকে সরে যেতে পারে না।


অথচ যখন রেল গাড়ি নির্দিষ্ট রেঞ্জের বাইরে থাকে তখন লেভেল ক্রসিং পার হওয়াতে কোন সমস্যাই নেই।


আমাদের অনেকের মধ্যেই এমন প্রবণতা আছে যে লাইন বন্ধ করে দেওয়ার পরেও আমরা যদি কখনো রিকশা, মোটরসাইকেল অথবা সিএনজি/প্রাইভেট কারে থাকি আমরা বলি যে সামান্য বেপার পার হয়ে চলে যেতে পারবো বা চলে যেতে চাই, এটা কিন্তু খুবই বিপদজনক।

আসুন সতর্ক হই।


মনে রাখবেন সময়ের জন্য জীবন নয়

জীবনের জন্য সময়।



Post a Comment

0 Comments