বিশ্বের সবচেয়ে ছোট গরু বাংলাদেশের রাণী মারা গেছে। ৫ লাখ দাম উঠার পরেও বিক্রি করেনি মালিক

 বিশ্বের সবচেয়ে ছোট গরু বাংলাদেশের রাণী মারা গেছে। 

মৃত রাণীর দৃশ্য 


বিশ্বের সবচেয়ে ছোট গরু বাংলাদেশের আশুলিয়ার একটি খামারের ভুটানী জাতের রাণী ১৯ ই আগষ্ট মারা গেছে। 

ঈদুল আজহার পুর্বে হটাৎ করেই ভুটানী জাতের এ গরু, সবার আলোচনায় আসেন।

জানা যায় কুরবানী পুর্বে গরুটিকে ক্রয়ের জন্য অনেক মানুষ ভিড় করেছিলো আশুলিয়ার গরুর খামারের। খামারের মালিক গরুটি বিক্রি করতে নারাজ ছিলেন।

পৃথিবীর সবচেয়ে আকারে ছোট গরু হিসাবে গরুটির নাম গিনেজ বুকে উঠেছে।

খামারের কর্মচারীরা গরুটিকে সব সময় কোলে করেই রাখতেন আকারে ও ওজনে ছোট হওয়ার জন্য। 


ভুটানী জাতের এ গরুর মাংস কুব স্বাদের হয়। যার জন্য ভুটানী জাতের গরুর দাম খুব চড়া। ছোট এ রাণীর দাম প্রায় ৪লাখ টাকা দাম উঠার পরেও মালিক তা বিক্রি করে নাই।

রাণী মারা যাবার পরে আশুলিয়া খামারের সাথে যোগাযোগ করলে মারা যাবার ব্যপারে অশ্বিকার করলেও পরে তা শিকার করতে বাধ্য হয়।

উক্ত খামারের নাম প্রকাশে অনিচ্ছুক এক জন বলেন! রাণীর কোন ধরনের অসুস্থ বা শরীর খারাপ ছিলো না। নিয়মিত পরিচর্যা করতাম। তারপরেও কেন মারা গেছে বুঝতে পারতেছি না। 


খামারের মালিকের সাথে কথা বলার চেষ্টা করে ও কোন প্রকার সাড়া মেলেনি। 

Post a Comment

1 Comments

  1. YouTube - Videoodl.cc | Vimeo
    Watch videos about the people who helped them learn to love music, the people who convert youtube video to mp3 helped them find a way to put their music on YouTube. Watch.

    ReplyDelete