শাকিবখানের নায়িকা বলিউডের সোনাল চৌহান- সিনেমা দরদ

 শাকিবখানের নায়িকা বলিউডের সোনাল চৌহান- সিনেমা দরদ



শাকিব খানের আসন্ন সিনেমা দরদ, যেটি পরিচালনা করবেন অনন্য  মামুন। আর এই সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন এক বলিউড নায়িকা।

সম্প্রতি মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে নায়িকা কে প্রকাশ্যে আনেন শাকিব, তিনি অভিনেত্রী সোনাল চৌহান।

এই নামটি বাংলাদেশে ভক্তদের মাঝে, অপরিচিত হলেও, তিনি বলিউডে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন।

এখন ভক্তদের মনে,   প্রশ্ন জেগেছে কে এই সোনাল চৌহান। 


দরদ সিনেমায় শাকিব খানের নায়িকা কে হবে? অনুরাগীদের কাছে, কোটি টাকার যেনো প্রশ্ন হয়ে দাড়িয়ে ছিলো।


সে সময় অনেক নায়িকার  নামে গুঞ্জন শোনা গেলেও, 

পরে জানা গেছে ঢালিউড কিং খানের সিনেমায় নায়িকা থাকছেন বলিউডের সোনাল চৌহান। 

এই অভিনেত্রীর নাম প্রকাশের পরেই, শুরু হয়েছে ব্যাপক আলোচনা। 

বহুমুখী প্রতিভার অধিকারী সোনাল,

একাধারে মডেল, সংগীত শিল্পী ও অভিনেত্রী। 

১৯৮৭ সালের ১৬ মে, ভারতের এক রাজকীয় পরিবারে জন্ম তার,

বাবা ছিলেন ভারতীয় পুলিশের কর্মকর্তা। 

সোনালের শিক্ষা জিবন শুরু দিল্লি পাবলিক স্কুল থেকে, দর্শন শাস্ত্রে উচ্চ শিক্ষা শেষ করেন দিল্লি কার্ডি কলেজ থেকে। 

বিত্তশালী পরিবারের সন্তান হয়েও,  শুধু সপ্ন পুরনের জন্য মুম্বাইয়ে এসেছেন তিনি।

শোবিজে সোনাল যাত্রার শুরুতেই রাখেন মেধার সাক্ষর, ২০০৫ সালে সেমিনার মিস ইনডিয়ান টাইটেলে ভূষিত হন।

একই বছর প্রথম ভারতীয় হিসাবে জিতে নেন, মিস ওয়ার্ল্ড   টুরিজম খেতাব।

এর পর মডেল হিসেবে শুরু করেন, নিজের ক্যারিয়ার।

২০০৬ সালে মুক্তি পায় হিমেশ রেশামিয়া এর আপকা চুরুর অ্যালবাম, যেখানে প্রথম বারের মতো সোনাল চৌহান ডিভিউ হয়। 

২০০৮ সালে এই অভিনেত্রী বলিউডের খাতা খোলেন জান্নাত সিনেমার মাধ্যমে।

সেসময় সঙ্গে পান ইমরান হাসমী কে, ব্যাপক আলোচনা সৃষ্টি করে এ সিনেমা। তখন এ সিনেমার গান গুলো দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়।

পরবর্তীতে তামিল ও তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রি তে কাজ শুরু করেন সোনাল। ক্যারিয়ারের ১দশকে ১৮টির মতো, সিনেমাতে অভিনয় করেছেন সোনাল চৌহান। স্টার ডান্স, ফিল্ম কেয়ারসহ অনেক পুরস্কার অর্জন করেছে সোনাল।



চলতি বছর মুক্তিপাপ্ত বলিউডের সবচেয়ে আলোচিত সিনেমা আদিপুরুষ এ ছিলেন সোনাল।


এবার এই বলিউড কন্যা শাকিবখানের, দরদ সিনেমায় হবেন, রিয়েল লাইফ সঙ্গী। 

সিনেমাটি বাংলা ভাষার পাশাপাশি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় নির্মান হবে।

টানা ৩০ থেকে ৩৫ চলবে শুটিং, বাংলাদেশ ও ভারতে একই সাথে মুক্তি দেওয়া হবে দরদ সিনেমা।

নতুন এ জুটির রসায়ন দেখার জন্য, অপেক্ষা করতে বেশকিছু দিন।


Post a Comment

0 Comments