ঈদুল আজহা'র পশু কুরবানী ও বিজ্ঞানের পরীক্ষা।

ইসলামিক নিয়মে পশু কুরবানীর সময় জবাইকৃত পশু ব্যাথা পায় কিনা! বিজ্ঞান গবেষণা। 




ইসলামিক পদ্ধতিতে গরু জবাইয়ের সময়

গরু ব্যাথা অনুভব করে কি না এ নিয়ে

একটা পরীক্ষা করা হয়েছিল।। গরু

জবাইয়ের সময়ে EEG পরীক্ষা করে গরুর

মস্তিষ্ক এবং ECG করে গরুর হার্ট দেখা

হয়।।

পরীক্ষায় দেখা যায়, জবাইয়ের প্রথম

৩ সেকেন্ডে EEG গ্রাফে কোনো

পরিবর্তন দেখা যায় না, অর্থাৎ গরু

কোনো ব্যাথা পায় না।।

পরের ৩ সেকেন্ডের EEG রেকর্ডে

দেখা যায়, গরু গভীর ঘুমে আচ্ছন্ন

থাকার মতো অচেতন হয়ে থাকে,

শরীর হতে প্রচুর রক্ত বের হয়ে যাওয়ায়

ব্রেইনে রক্ত সরবরাহ হয় না বলে এই

অচেতন অবস্থা হয়।।

এই ৬ সেকেন্ড পরে EEG গ্রাফে Zero

level দেখাচ্ছিলো, তার মানে গরু

কোনো ব্যাথা পাচ্ছিলো না।। গরুর

যে খিচুনি আমরা দেখি সেটা Spinal

cord এর একটি Reflex Reaction, এটি

মোটেও ব্যাথার জন্য হয় না।।

এই পরীক্ষাটি করেন জার্মানির

হ্যানোভার বিশ্ববিদ্যালয়ের

প্রফেসর শুলজ এবং ডক্টর হাজিম।।।

সারাবছর সমানে গরুর শিক কাবাব

খাইয়া,ছাগল-খাসি দিয়া উদরপূর্তি

করিয়া, মুরগির গ্রিলের রান

চাবাইয়া, কবুতর-হাস-ছোটখাট পাখি

ইত্যাদি গলা পর্যন্ত ঠাসিয়া খাইয়া

যাহারা কোরবানির আগের কয়েক

দিন ইনাইয়া বিনাইয়া পশু প্রেম

দেখাইবেন বুঝিবেন ইহারা

সত্যিকারের সাম্প্রদায়িক মূর্খ।।

বিজ্ঞানমনস্ক পরিচয় দিলেও বস্তুত

এরা মূর্খ। এবং ইসলাম বিদ্বেষ। 



Post a Comment

0 Comments